প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
যশোরে চাঁদাবাজির প্রতিবাদ করায় মাংস ব্যবসায়ীকে মারধর, ছিনতাই

স্টাফ রিপোর্টার : যশোরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক মাংস ব্যবসায়ীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে শহরতলীর ধর্মতলা কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৪২) ওরফে কসাই নজরুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত নজরুল ইসলাম জানিয়েছেন, খোলাডাঙ্গা গাজীপাড়ার বাসিন্দা মাসুদুর রহমান টিটু গাজী প্রায়ই তার মাংসের দোকানে এসে বাকিতে মাংস নিতেন, কিন্তু টাকা পরিশোধ করতেন না। একপর্যায়ে নজরুল মাংস দেওয়া বন্ধ করে দিলে টিটু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর কয়েক দিন পর টিটু তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন যে চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না।
শুক্রবার রাতে ধর্মতলা কাঁচাবাজারে নিজের দোকান 'মা-বাবার দোয়া মিট হাউজের' সামনে দাঁড়িয়ে ছিলেন নজরুল। এ সময় মাসুদুর রহমান টিটু মোটরসাইকেলে এসে আবারও সেই তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় টিটু তার মোটরসাইকেল দিয়ে নজরুলকে পেছন থেকে ধাক্কা দেন, এতে তিনি ড্রেনের মধ্যে পড়ে যান। এরপর টিটু তাকে কিল, ঘুষি ও লাথি মারেন। হামলার পর টিটু নজরুলের কাছে থাকা ব্যবসার ৮৭ হাজার ৪৩২ টাকা ছিনিয়ে নিয়ে যান। চলে যাওয়ার সময় তিনি নজরুলকে বাকি টাকা প্রস্তুত রাখতে বলে হুমকি দেন। স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ভুক্তভোগীর সঙ্গে হাসপাতালে কথা বলেছে এবং ঘটনাস্থলও পরিদর্শন করেছে। পুলিশ এ বিষয়টি নিয়ে কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ